পাকিস্তানি ও ভারতীয় ৯০০ আইএসের আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন থেকেই জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে আফগান নিরাপত্তা বাহিনী। এবার আইএসের নয় শতাধিক সদস্যসহ তাদের পরিবার আত্মসমর্পণ করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর কাছে। তাদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি। এছাড়া, ১০ জন ভারতীয় রয়েছে বলেও জানা গেছে।

রোববার (২৪ নভেম্বর) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আত্মসমর্পণ করে আইএসের ওই সদস্যরা। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, নানগারহার এলাকায় দীর্ঘদিন থেকেই আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে আফগান নিরাপত্তা বাহিনী। আত্মসমর্পণকারী ভারতীয়দের মধ্যে অধিকাংশই কেরালা রাজ্যের বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, আইএস সদস্যদের একে একে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করা যাচ্ছে, এই কাজ শেষ হওয়ার পর আরো অনেক তথ্য পাওয়া সম্ভব হবে।

এদিকে নানগারহার প্রদেশে আরও ভারতীয় আইএস সদস্য অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন আফগান স্পেশাল ফোর্সের বিমান হামলায় নিহত হয়েছে বলেও মনে করা হচ্ছে।

২০১৬ সালে কেরালা থেকে অনেকেই আইএসে যোগ দিতে আফগানিস্তানে পাড়ি জমায়। তাদের মধ্যে কেউ কেউ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং অন্যরা পরিবার নিয়ে আইএসে যোগ দেয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.