সাভারে মহাসড়ক থেকে ১ হাজার স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক:

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পাকা-আধাপাকা প্রায় ১ হাজার স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

সোমবার সকাল ১১টা থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, সারা দেশের ন্যায় সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে আজ সাভারে অভিযান পরিচালিত হয়। আগামীকাল সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চলবে। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই অভিযান জোরালোভাবে চলছে।

এরই অংশ হিসেবে আজ প্রথম দিনে গেন্ডাবাজার স্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ১ হাজার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলেও জানান তিনি

Comments are closed, but trackbacks and pingbacks are open.