শীর্ষ ৪৭ পেঁয়াজ আমদানিকারককে শুল্ক গোয়েন্দা অধিদফতরে তলব

অনলা্ইন ডেস্ক:

আমদানি করা পেঁয়াজের মজুদ ও বিক্রির তথ্য জানতে শীর্ষ ৪৭ আমদানিকারককে তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (২৫ নভেম্বর) ১৩ জন আমদানিকারককে এবং বাকি ৩৪ জনকে মঙ্গলবার হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমদানিকৃত পেঁয়াজ অবৈধভাবে মজুদ করার বিষয়টি খতিয়ে দেখতে ১৪টি প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন শুল্ক গোয়েন্দা ও অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।

রোববার দেওয়া চিঠিতে এসব আমদানিকারকের বিরুদ্ধে পিয়াজ মজুদ ও অর্থ পাচারের অভিয়োগ রয়েছে উল্লেখে করে কী দামে, কার কাছে কত মূল্যে বিক্রি করেছেন এবং কত মজুদ আছে সেসব তথ্য দেওয়ার পাশাপাশি শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সমুদ্র, স্থল ও আকাশপথে আমদানির পরেও পেঁয়াজের দাম নাগালে না আসায় কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১ হাজার টনের বেশি পেঁয়াজ আমদানিকারী প্রতিষ্ঠানকে তলব করা হয়েছে।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে কোনও গরমিল পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। রাজধানীর তিন পাইকারি বাজারে এক দিনে চার দেশের পেঁয়াজের কেজি ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.