শেরপুরে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং প্রতিরোধে মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস :

বগুড়ার শেরপুরে গত ৩০শে অক্টোবর (বুধবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও শেরপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মাসিক শিক্ষক সমন্বয় ও উদ্ধুদ্ধকরণ আলোচনা সভা উপশহর এলাকার শেরপুর সেন্ট্রাল একাডেমি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এসময় শেরপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: শফিক মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক প্রতিনিধি মাওলানা মো: মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবীর। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ঈমাম মাওলানা মো: রুহুল আমিন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মুফতি নজরুল ইসলাম, রাফিউল, সাইফুল প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা মাদক, বাল্য বিয়ে, যৌতুক এবং ইভটিজিং প্রতিরোধের ব্যাপারে উপস্থিতিদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.