গোবিন্দগঞ্জে শম্ভুচরণ দাসকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মৎস্যজীবি শম্ভু চরণ দাসকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং শাস্তির দাবীতে মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চৌমাথা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রনজিৎ বকসি সূর্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, গোবিন্দগঞ্জ উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, কেন্দ্রীয় সদস্য চঞ্চল সাহা, গোবিন্দগঞ্জ পূজা উদ্াপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব, রিমন কুমার তালুকদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে মৎস্যজীবি শম্ভু চরণ দাসের উপর হামলাকারী মূল আসামীসহ সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য সরকারি পুকুর ইজারায় অনিয়মের অভিযোগ টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ায় গত ১৯ অক্টোবর সকালে বাড়ী থেকে ডেকে এনে মারপিট করে গুরুতর আহত করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.