- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি তোবারক হোসেন খোকন
জেলার দুর্গাপুরে বালু মহাল থেকে বালু পরিবহনের জন্য দিন রাত ট্রাক চলাচল করায় উপজেলার সড়ক গুলো নষ্ট হয়ে যাওয়ায় উপজেলা সদরে সড়কগুলোয় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের। স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে বিঘœ ঘটছে। জনস্বার্থে দিনের বেলা অবাধে বালু বোঝাই ট্রাক চলাচল বন্ধ রাখার জন্য স্থানীয় এমপি মানু মজুমদার জেলা প্রশাসক বরাবরে ডিও লেটার দিয়েছেন।
জানাগেছে, জেলার দূর্গাপুরের ৫টি বালু মহাল থেকে পানিতে ভিজা বালু প্রতিদিন জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। এতে করে উপজেলা ও জেলার গুরুত্বপূর্ন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের ওপর বালু ভর্তি ট্রাকের দীর্ঘ লাইন থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এতেকরে এলাকাবাসীর চলাচলে বিঘœ ঘটছে। এলাকার মানুষ কোন ধরনের যানবাহন নিয়ে চলাচল করতে পারে না। বালু মহাল থেকে রাত ৮টা হইতে ভোর ৬টা পর্যন্ত ট্রাক চালানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে স্থানীয় এমপি মানু মজুমদার ডিও লেটারের মাধ্যমে জেলা প্রশাসককে সুপারিশ করেছেন।
নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম ডিও লেটার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অবাধে বালুবোঝাই ট্রাক চলাচল বন্ধের ব্যাপারে বৃহস্পতিবার দুর্গাপুরের সংশ্লিষ্টদেরকে নিয়ে সভার আহ্বান করা হয়েছে। এমপি মহোদয়ের চিঠিটি আমাদের কাজে সহায়তা করবে।