বিনা টিকিটে রেল ভ্রমণ, ৩৯ লক্ষাধিক টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় কর্তৃপক্ষ গত একমাস বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীকে জরিমানা করেছে। মোট জরিমানা আদায় হয়েছে ৩৯ লাখ ৬২ হাজার ২০০ টাকা।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস-ভারপ্রাপ্ত) সাজ্জাত হোসেন গতকাল জানান, লালমনিরহাট বিভাগীয় রুটে চলাচলরত বিভিন্ন ট্রেনে গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালিত হয়। এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীর কাছ থেকে মোট ৩৯ লাখ ৬২ হাজার ২০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এর মধ্যে জরিমানা হিসেবে আদায় হয় সাত লাখ ১১ হাজার ৯০৫ টাকা এবং ভাড়া বাবদ আদায় হয় ৩১ লাখ ৪০ হাজার ২৯০ টাকা। মাসব্যাপী এ অভিযানে রেলওয়ের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ২০ জন টিটিই (টিকিট পরীক্ষক) দায়িত্ব পালন করেন। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.