ডাক্তারি পাশ না করেও তিনি ‘বিশেষজ্ঞ চিকিৎসক’

নিজস্ব প্রতিবেদন

ডাক্তারি পাশ করেই নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন আব্দুল রাজ্জাক সরকার আপেল। আটকের পর তিনি এখন জেলে। ছবি : সংগৃহীত

জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে আব্দুল রাজ্জাক সরকার আপেল নামে এক ভুয়া চিকিৎসক আ’টক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. ইদ্রিস আলী সরকারের ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ওই ভুয়া ডাক্তার সম্পর্কে গোপনে খবর পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শি চাকমার নেতৃত্বে অভিযান চালানো হয়।

প্রতারক আপেল শহরের বেগম রোকেয়া ডায়াগনস্টিকে সেন্টারে নিজেকে এমবিবিএস (পিজিটি ঢাকা) এবং বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে রোগী দেখে আসছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত ওই ভুয়া চিকিৎসককে চারমাসের কারাদণ্ড দেন। এছাড়া বেগম রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন (লাইসেন্স) না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা এবং চিকিৎসা সংক্রান্ত সকল যন্ত্রপাতি জব্দ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.