‘সাংবাদিকদের সুবিধা বাড়ানোর চিন্তা করছে সরকার’

0
সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের সব সাংবাদিককে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিতে চিন্তা করছে সরকার। এরই মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সোনার বাংলা বাংলাদেশ গড়তে যে কাজটা আমরা করছি, সেটা জনগণের কল্যাণে হলেই কাজ করতে শুরু করি। সুনামগঞ্জ আমার জেলা শহর। এই শহরের মর্যাদা রক্ষা এবং অবকাঠামোগত, শিক্ষাগত, স্বাস্থ্যগত সকল ক্ষেত্রেই আমি নিরপেক্ষভাবে আমার যতটুকু করার আছে তাই করব।’

শনিবার বিকালে সুনামগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবাদকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা এ ভাটির জনপদ সুনামগঞ্জের অবহেলিত ও নির্যাতিত মানুষের কল্যাণ খবর প্রচার করবেন। সংবাদকর্মীরা জাতির বিবেক ও সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সরকারের গঠনমূলক সমালোচনা করা প্রয়োজন। সুনামগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলা নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।’

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান সুনামগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শামছুন নাহার বেগমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান পীরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি চান মিয়া প্রমুখ।

Leave A Reply