- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানে ইটভাটা স্থানান্তর এর সময় চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন ইট শিল্পের সাথে জড়িত শ্রমিক, পরিবহন শ্রমিক, ঠিকাদার সহ ভাটা মালিকরা।
বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বান্দরবানের ৭ উপজেলায় বিভিন্ন সময় গড়ে উঠে ৭০টি ইটভাটা। যেখানে কাজ করে অর্ধ লক্ষাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গাালী শ্রমিক। পাহাড়ে এখনো ইটের বিকল্প কিছু গড়ে উঠেনি জানিয়ে তারা বলেন, এখানকার তৈরি ইট ছাড়া, সমতল জেলা থেকে ইট নিয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। ইতিমধ্যে নতুন ভাবে বিভিন্ন প্রকৌশল বিভাগে উন্নয়ন কাজের টেন্ডার আহবান করা হয়েছে। এসব টেন্ডারের কাজ বাস্তবায়ন ও বেসরকারী বা ব্যক্তিগত কাজের জন্য প্রচুর ইট প্রয়োজন। তাই ইট ভাটা স্থানান্তরের সময় আগামী ১ বছর বর্ধিত করণের দাবী জানান তারা।
উপদেষ্টার মানবিক দৃষ্টি আকর্ষণ করে ইটভাটা মালিকরা জানান, গত ৫ আগস্ট এর পূর্বে ইটভাটা মালিকরা ঋণ করে ইট শিল্প শ্রমিকদের কাছে শত কোটি টাকা লগ্নি করেছেন। এই মুহুর্তে ইট ভাটা বন্ধ করা হলে এ বিনিয়োগের টাকা ফেরৎ পাবেন না। দেনার দায়ে পালাতে হবে। পাহাড়ী এই অঞ্চলে কোন শিল্প প্রতিষ্ঠান নেই, অভাবে মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে। শ্রমিকরা ইট শিল্পের কাজে যোগদানের করার জন্য প্রতিদিন ধর্না দিচ্ছে। তাই স্থানান্তর করার সময় বর্ধিত করে অর্ধলক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান চালু রাখার আহŸান জানান।
স্মারকলিপি প্রদানকালে বান্দরবান ইটভাটা মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুছ, ইটভাটা মালিক থোয়াইনু অং মারমা, মোহাম্মদ শামসুদ্দিন, হায়দার আলী, করিমুল মোস্তফা, মোল্লা, মোরশেদ আলম উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন ইটভাটা সংশ্লিষ্টরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.