বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বৃক্ষ রোপন কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার:
তৃণমূল পর্যায়ে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষ রোপনের মাধ্যমে জনসচেতনতা ও সবুজায়ন করার লক্ষ্যে এ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার(১৩ আগস্ট) দিনব্যাপী পোগলদিঘা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাস্তার পাশে এ বৃক্ষ রোপনের যাত্রা শুরু করেছে।
বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনূপ সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ,শিক্ষার্থী লুৎফর রহমান সহ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় দুই শতাধিক বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.