- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
মো: সাদ্দাম হোসেন সাভার প্রতিনিধি
টঙ্গির তুরাগ তীরে কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে চলা ৫৪তম বিশ্ব ইজতেমার শেষ দিন আজ। আজ দুপুরে বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হবে এ ইজতেমা। গত ইজেতেমার মতো এবারও দোয়া পরিচালনা করবেন কাকরাইল মারকাজের শীর্ষ শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মাদ জোবায়ের ।
এদিকে সকাল ৮ টার দিকে শুরু হয়েছে বিশেষ হেদায়েতি বয়ান। বয়ান করছেন মাওলানা খুরশিদ আলম।
এদিকে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মানুষ ইজতেমার বিশেষ এ মুনাজাতে অংশ নিতে সকাল থেকেই ইজতেমার দিকে আসছেন। ইজতেমার ময়দান ও আশপাশ আগে থেকেই কানায় কানায় পূর্ণ হওয়ায় বাড়তি লোকজনকে অবস্থান করতে হচ্ছে রাস্তায় ও আশপাশের অলিগলিতে।
পুলিশ বলছে, মুনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে।
এবারের ইজতেমায় অনেক বিদেশে শীর্ষ আলেম মুরব্বি অংশ নিয়েছেন। ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহাইরুল ইসলাম অংশ নেন।
বাংলাদেশের শীর্ষ সব উলামায়ে কেরামও এবার ইজতেমায় অংশ নিয়েছেন। গতকাল ইজতেমায় জুমা আদায় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি মুনাজাতের পর মাঠ ত্যাগ করবেন বলে জানা গেছে।