নাটোরে ছদ্মবেশে পুলিশের অভিযানে বিরল প্রানী তক্ষক উদ্ধার

0

মাসুদ রানা নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের বনপাড়া তদন্ত কেন্দ্রের কয়েকজন পুলিশ বিভিন্ন ভাবে সাধারন পোষাকে ছদ্মবেশ ধারন করে ক্রেতা সেজে উদ্ধার করলো বিরল প্রানী তক্ষক।এ সময় তক্ষক বিক্রির সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।মঙ্গল বার রাত ৯.৩০ মিনিটের দিকে উপজেলার নগর ইউনিয়নের নগর বাজারের উত্তর দিকে পচা বড়াল ব্রিজ এলাকা থেকে তক্ষক সহ তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন নগর ইুইনয়নের কুশাইট গ্রামের আঃ সাত্তারের ছেলে ইদ্রিস আলী (৩২)কদিম চিলান চাঁদপুর সাজীপাড়া গ্রামের শ্রী শুকুমারের ছেলে সজ্ঞয় কুমার(২৮)বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজ ভাম্যমান আদালত পরিচালনা করে বন্যপ্রানী সংরক্ষন আইনে অভিযুক্ত করে ওই দুইজনকে ২০হাজার টাকা করে অর্থ দন্ডাদেশ প্রদান করেন।এসময় তিনি তক্ষককে প্রানী সম্পদ কর্মকর্তার জিম্মায় দিয়ে তক্ষক রক্ষায় উপযুক্ত পরিবেশ বিচরন করার ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন।বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নাজমুল হক জানান(এসআই)কৃষ্ঞ মোহন সরকার ও রফিকুল ইসলাম সহ চার জন পুলিশ সদস্য ছদ্মবেশে ক্রেতা সেজে তক্ষকের খোঁজে যায়।তক্ষক বিক্রেতা ইদ্রিস একটি জীবন্ত তক্ষক দিতে পারবে বলে ৩ লক্ষ্য দাম দাবী করে। ছদ্মবেশী পুলিশ সদস্যরা ২লক্ষ্য ২০ হাজার টাকা দাম নির্ধারন করে।তক্ষক নিতে ইদ্রিস আলী ছদ্মবেশী পুলিম সদস্যদের বিভিন্ন ভাবে আম বাগান,বাঁশ বাগান আঁকা বাঁকা পথে প্রায় ৪৫ মিনিট পথ নিয়ে যায়।তারপর একটি ভাঙ্গা ঘরের মধ্যে নিয়ে গিয়ে তক্ষক বের করে ।পরবর্তীতে ছদ্মবেশীরা পুলিশ পরিচয় দিয়ে তক্ষক সহ তাদের দুইজনকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের শেষে তাদের ভাম্যমানের সামনে হাজির করে।

Leave A Reply