আদিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৬

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামের আলী আহমদ ও সাইফুল ইসলামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার সকালে দুইপক্ষের লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আলী পাশা, নুর আলমসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এছাড়াও ২০জন আহত হয়েছে। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুপম রায় বলেন, হাসপাতালে কয়েকজন এসেছিল তাদের শরীরে গুলিবিদ্ধের মত চিহ্ন রয়েছে। এছাড়াও আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে সিলেটে রেফার্ড করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন,সংঘর্ষের ঘটনায় উপ্তিরপাড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িত ৬জনকে আটক করেছে পুলিশ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.