বাসি পঁচা খাবার সংরক্ষণ , ফ্রিজে ও খাবাবের ভিতরে তেলাপোকা,

0
সোহেল রানা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি  ; বাসি পঁচা খাবার সংরক্ষণ ও বিক্রি, ফ্রিজে ও খাবাবের ভিতরে তেলাপোকা, ফ্রীজে ভাঙা ও নোংরা ডিম সংরক্ষণ সহ নানান অপরাধের দায়ে শহরের পুনাক ফুড পার্ক,  পালকি রেস্তোরাঁ এবং খেয়া রেস্তোরাঁ কে
ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় অনুসারে ১০০০০ হাজার টাকা করে মোট ৩০০০০ টাকা জরিমানা করা হয়েছে। জানাযায়, গতকাল শনিবার সকালে বাসি পচাঁ খাবার সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় শহরের পুলিশ লাইনের গেট সংলগ্ন পুনাক ফুড পার্ক মালিক কে ১০ হাজার টাকা,  অসাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রীজে তেলাপোকা, রান্নাঘরে লবন সহ রান্নার উপকরনে তেলাপোকা থাকার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায়শহরের পাচঁ রাস্তার মোড়স্থ পালকি রেস্তরাঁ মালিকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে অনান্য খাবারের সাথে ভাঙা ডিম ও ডিমের বিস্তা/ ডিমের গায়ে পায়খানাযুক্ত ডিম সংরক্ষণ, ২ টি পাত্রে রাখা পপকর্ণের ভিতরে তেলাপোকা সহ নানান অপরাধের দায়ে
ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় শহরের খেয়া রেস্তোরাঁ মালিক কে ১০ হাজার টাকা সহ ৩ রেস্তোরাঁ মালিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় উপজেলা সেনেটারী কর্মকর্তা,  বাজার কর্মকতার প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave A Reply