- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
স্বপ্নীল দাস,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ বছর পরে মিলন আকন (৩০) নামের এক যুবককে ফিরে পেয়েছে তার পরিবার। বরগুনার তালতলী থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মিলনকে বাড়িতে নিয়ে আসেন তার মা মিনারা বেগম। মিলন কুয়াকাটা পৌরসভার শাহ আলম আকনের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মিলন ২০০৮ সালে ফারুক এবং খোকন নামে দুজনের সাথে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। পরে তারা কেউই ফেরেনি। অনেক খোঁজা খুজির পরও তাদেরকে পাওয়া যায়নি। হঠাৎ দুদিন ধরে স্থানীয়রা শুনতে পান মিলনকে নাকি পাওয়া গেছে তালতলী।
মিলনের মা মিনারা বেগম বলেন, ছেলেকে ১৩ বছর পর আমার বুকে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পাড়ে ছেলের খোঁজে দিন কাটিয়েছি। আজ আমার আর কোনোকিছু চাওয়ার নেই। আমার ছেলেটা এখন মানসিক অসুস্থ। আমি এখন ওরে চিকিৎসা করাবো।
কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনির শরীফ জানান, মিলন নামের একটি ছেলে গত ২০০৮ সালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। আজকে তাঁকে তার পরিবার তালতলী থেকে বাড়িতে নিয়ে আসছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.