- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
এস.এম আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের মূল চালিকা শক্তি হলো কৃষি ও কৃষক। যে দেশে কৃষিতে যত উন্নত সেই দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। কৃষি খাতে সরকারের উন্নয়নের সাথে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এখন ডিজিটাল পদ্ধতিতে আমাদের দেশে চাষাবাদ করা হচ্ছে। যাতে করে স্বল্প খচরে কৃষকরা লাভবান হতে পারেন। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে।
কৃষিমন্ত্রী আজ বুধবার বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বীনা) এর আয়োজনে বীনা উদ্ভাবিত সরিষা জাত ও মৌচাষ শীর্ষক কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠানে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রামে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের ভোজ্যতেল আমদানি করতে অনেক অর্থ ব্যয় হয়। এ জন্য আমাদের ভোজ্য আবাদ বাড়াতে হবে। ভোজ্য তেলের প্রধান উপকরণ হলো সরিষা। সরিষা চাষে আবাদে গুরুত্ব দিতে হবে। এতে করে কৃষক লাভবান হবে। সরিষা চাষের পাশাপাশি আমাদের মৌচাষ করতে হবে। মৌচাষের ফলে সরিষার উৎপাদন বেড়ে যায়। আমাদের কৃষি জমিতে ২ ফসলের পরিবর্তে ৪ ফসল উৎপাদন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বীনাসহ দেশের কৃষি বিজ্ঞানীরা কৃষির নতুন-নতুন জাত উদ্ভাবনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিনা’র ব্যবস্থাপনা বোর্ডের সদস্য মীর ফারুক আহম্মাদ ফরিদের সভাপতিত্বে বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, পিএসও ড. মো. শহীদুল ইসলাম, বীনা জামালপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষি বিজ্ঞানী ড. মাহাবুবুর রহমান, ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী ও কৃষক জহিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এখানে সরিষা আবাদের পাশাপাশি ২’শত কৃষক শতাধিক একর জমিতে সরিষার সাথে মৌচাষ করছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.