বগুড়ায় ঘর বাড়ি তৈরিতে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সময় টেলিভিশনের দুই সাংবাদিক আহত

বগুড়ায় প্রতিনিধি

বগুড়ায় ঘর বাড়ি তৈরিতে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সময় টেলিভিশনের দুই সাংবাদিক আহত।
বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান এবং চিত্রসাংবাদিক রবিউল ইসলামকে বেধড়ক পিটিয়ে তাদের ক্যামেরা, মাইক্রোফোন এবং মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদেরকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়।

মাজেদ রহমান জানান,হামলাকারীরা তাদের লোহার রড, বাটাম ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে সময় টেলিভিশনের ক্যামেরা, মাইক্রোফোন এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় গুরুতর অসুস্থ্য অবস্থায় মাজেদ ও রবিউলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের মারপিট এবং ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি। বুধবার বিকেলে এক বিবৃতিতে এই নিন্দা জানান সংগঠনের সভাপতি জিএম সজল এবং সাধারণ সম্পাদক মেহেরুল সুজন। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই

Comments are closed, but trackbacks and pingbacks are open.