ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস!

সস্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক

দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রিয় কমলা’ ছবিতে বীরাঙ্গনার ভূমিকায় দেখা যাবে তাকে। এরই মধ্যে শেষ হয়েছে ছবির শুটিং।

‘প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস। মঙ্গলবার (০১ ডিসেম্বর) চ্যানেল আইয়ের স্টুডিওতে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবির ডাবিংয়ে এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন এই নায়িকা।

জানা গেছে, সিনেমাটিতে এক বিরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। টানা ১৮ দিন শুটিং শেষ করে এখন ডাবিং পর্ব চলছে। আর ওই ডাবিং করতে গিয়েই অঝোরে কাঁদলেন অপু।

এমন আবেগপ্রবণ হয়ে যাওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। চরিত্রটি বেশ ইমোশনাল। সংলাপগুলো স্পর্শকাতর আর হৃদয়ে দাগ কেটে যায়। সেই সংলাপ দিতে গিয়ে খুব বেশি আবেগি হয়ে যাই। তাই আর চোখের পানি আটকে রাখতে পারিনি।’

চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত একশোর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তবে ডাবিংয়ে এমন আবেগপ্রবণ হয়ে কখনো কেঁদেছেন বলে মনে পড়ে না তার। অপুর কথায়,‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেয়ার সুযোগ পাই আমি। ছবিটির নাম ‘বলোনা কবুল’। ওই ছবির পর টানা ডাবিং করেছি। আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে। আশা করি দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’

বীরঙ্গনা চরিত্রে অভিনয় করতে পেরে গর্বিত জানিয়ে অপু বলেন,‘এই ছবিতে অভিনয় করতে পারা আমারা ক্যারিয়ারে অন্যতম অর্জন। প্রত্যেক বীরাঙ্গনাই একেক জন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।’

ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এতে কমলা চরিত্রে অপুকে আর বাপ্পিকে প্রিয় চরিত্রে দেখা যাবে। ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.