‘৯৯৯’ নম্বরে ফোন করে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে ২ কিশোরী

চট্টগ্রামে প্রতিনিধি

চট্টগ্রামের বাকলিয়ায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে ২ কিশোরী। গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে কিশোরী দু’জনকে বাসায় আটকে রেখে দেহ ব্যবসায় নিয়োজিতের চেষ্টা করছিল চক্রটি।

জানা যায়, ইপিজেডের একটি গামেন্টসের শ্রমিক ছিল এই দু’কিশোরী। কিন্তু করোনাকালীন চাকরি হারিয়ে অসহায় হয়ে পড়ে তারা। মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় চাকরি দেয়ার নাম করে শওকত এবং রাকিব নামে দু’জন তাদের বাকলিয়া এলাকার একটি বাসায় আটকে রাখে। পরে তাদের জোরপূর্বক দেহ ব্যবসার চেষ্টা করা হলে তারা কৌশলে থ্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চায়।

থ্রিপল নাইনে ফোন দিলেও ঠিকানা বলতে না পারায় উদ্ধারের জন্য তাদের শনাক্তে পুলিশকে চরম বেগ পেতে হয়। পরবর্তীতে নানা কৌশল খাটিয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর দু’কিশোরীর জবানবন্দি গ্রহণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.