ধনবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ছাত্রলীগ কর্মী পাপন ও অপর মামলার দুই আসামী গ্রেফতার
- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
এস.এম আব্দুর রাজ্জাক :
টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সবুজ নূর আলম পাপন ও অপর মামলার দুই আসামী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ধনবাড়ীর থানার নলহরা এলাকার ছাত্রলীগ কর্মী মীর সবুজ নূর আলম পাপন (৩০), অপর মামলায় সি/আর ৬৩/২৪ এর আসামীরা হলেন দরিচন্দবাড়ী গ্রামের শাকিল আহমেদ ধনবাড়ী থানার সয়া গ্রামের উজ্জ্বল হাসান নিরব, এসময় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস, এম, শহিদুল্লাহ জানান, সোমবার(৪ নভেম্বর) রাতে ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত আসামীদেরকে মঙ্গলবার(৫ নভেম্বর)সকালে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়। এসময় আরো বলেন, ধনবাড়ী থানার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সঠিক দায়িত্ব পালন করে যাবে , এবং সকলের সহযোগীতায় এ ধারা অব্যহত থাকবে বলে জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.