সরিষাবাড়ীতে রিফাত হাসান, সিফাত মিয়া, বৈশাখী খাতুন নামে তিন শিক্ষার্থী সমন্বয়ক সেজে প্রতারামুলক অর্থ আদায়কালে জনতার হাতে তিন ভূয়া সমন্বয়ক আটক
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে রিফাত হাসান, সিফাত মিয়া, বৈশাখী খাতুন নামে তিন শিক্ষার্থী সমন্বয়ক সেজে প্রতারামুলক অর্থ আদায়কালে জনতার হাতে তিন ভূয়া সমন্বয়ক আটক হয়েছে । মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় তাদের কে আটক করে জনতা। পরে তারা সমন্বয়ক কিনা বিষয়টি নিশ্চিত করতে সরিষাবাড়ী পৌর সভার ঝালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে এসে জিজ্ঞাসা বাদে তারা ভুয়া সমন্বয়ক হিসেবে প্রতিয়মান হলে তাদেরকে সরিষাবাড়ী থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে সরিষাবাড়ী থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
আটককৃত সিফাত মিয়া ব্রাহ্মণ জানি আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, রিফাত হাসান সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি সরর্বান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, বৈশাখী আক্তার সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। ওই শিক্ষার্থীরা জানান ময়মনসিংহ আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যানরত আকুল মিয়া নামে সমন্বয়ক পরিচয়দানকারীর পরামর্শক্রমে তারা ক্যান্সার রোগীর জীবন বাঁচানোর নামে এ অর্থ আদায় করে আসছিল। তারা সবাই সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলের ব্যক্তিরা জানান, বর্তমানে সমন্বয়ক পরিচয়ে টেন্ডারবাজি ,চাঁদাবাজি , অফিসে, ডিলার, ও জনসাধারণের কাছ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রতারণামূলক অর্থ আদায় করে আসছে। প্রশাসনের নিকট ভুয়া সমন্বয়ক পরিচয় দানকারীদের প্রতি সজাগ দৃষ্টি রেখে তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টি রাখার দাবি জানান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান তিন সমন্বয়েকের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি । ভবিষ্যতে এহেন কর্মকাণ্ডে জড়াবে না । এ মর্মে তারা শিক্ষার্থী এ মানবিক বিবেচনায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.