ধনবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলনে এডভোকেট মোহাম্মদ আলী কে বহিষ্কারের দাবি

এস,এম আব্দুর রাজ্জাক :

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে, ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন এর সঞ্চালনায়,ধনবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস, এম, সোবহান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী-মধুপুরের সকল সাংবাদিকবৃন্দ। এসময় বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান বলেন নতুনভাবে বিএনপি দলে কোন কর্মীকে ফিরিয়ে আনা যাবে না, কমিটিতে কোন সদস্য বাড়ানো যাবে না, বিএনপির কেন্দ্রীয় কমিটির অনুমতি না দেওয়া পর্যন্ত। গত কয়েকদিন ধরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী ধনবাড়ী উপজেলার বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কোন সংযোগ চালানোর অভিযোগ করেন তারা।

 

তারা দাবি করেন দিনে ফকির মাহবুব আলমের স্বপন ধনবাড়ীর মধুপুর এর বিএনপি নেতাকর্মীদের সাথে ছিলেন। হঠাৎ করে এডভোকেট মোহাম্মদ আলী এসে বিএনপি নেতাকর্মীদের কোন কিছু না জানিয়ে বিএনপি বিরোধী নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন গণমিছিলের আয়োজন করেন। গণ মিছিলে দেখা যায় ধনবাড়ী উপজেলার অনেক বিএনপি নেতা কর্মীনা থাকলেও আমলিক পন্থী অনেক নেতাকর্মী শোডাউনে অংশগ্রহণ করেন।

 

 

এডভোকেট মোহাম্মদ আলী এরকম কর্মকাণ্ডে স্থানীয় বিম্পির নেতাকর্মীরা এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এডভোকেট মোহাম্মদ আলী আলীর উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে কর্মীরা বলেন আপনি যদি বিএনপি করেন বিএনপি নেতাকর্মীদের সাথে একমত পোষণ করেন। ধনবাড়ী উপজেলা বিএনপি নেতা কর্মীরা আরো বলেন এরকম কর্মকান্ড চলতে থাকলে স্থানীয় বিএনপির মধ্যে আওয়ামী লীগ পন্থী নেতাকর্মীরা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

 

সংবাদ সম্মেলনের ধনবাড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরা দাবি করেন এডভোকেট মোহাম্মদ আলী এরকম কর্মকাণ্ডের প্রতিবাদসহ দল থেকে বহিষ্কারের দাবি জানা।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.