- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
তামিম ইকবালকেই যেন বারবার খুঁজছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ শূন্য করেছেন, তানজিদ হাসান তামিমের কাছ থেকেও এসেছে সিলভার ডাক। নাঈম শেখ পারছেন না ইনিংস বড় করতে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছিলেন, তামিমকে মনে পড়ছে তার।
তবে তামিম জানিয়েছেন, খুব শীঘ্রই মাঠের ক্রিকেটে ফিরছেন তিনি। আর সেটা হতে পারে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজেই। এশিয়া কাপের পরেই ব্ল্যাকক্যাপসদের বাংলাদেশ সফর। সেখানেই দেখা যেতে পারে সাবেক এই ওয়ানডে অধিনায়ককে।
এক অনুষ্ঠানে যোগ দিয়ে তামিম বলেন, ‘মানুষের সাড়া ছিল অসাধারণ। এটা আপনাকে আরও অনুপ্রেরণা যোগায় যত তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারি। যে ভালোভাসা তারা দেখাচ্ছে, ওই ভালোবাসাটা আবারও ফিরিয়ে দিতে পারি।’
নিজের বর্তমান অবস্থা জানিয়ে তামিম বলেন, ‘এখন অবধি কোনো সেট ব্যাক হয়নি। কিছু জিনিস থাকেই। কিন্তু ওই পর্যায়ের ব্যথা অনুভব করিনি। পরের এক সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ কারণ ফুল ইন্টেসিটিতে প্র্যাক্টিস করার পরিকল্পনা আছে। আমি খুব আশাবাদী ও ইতিবাচক যে নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকে খেলতে পারবো।’
এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সময়ই জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো দলে ফিরবেন, সে কথাটাই কাল আবারও শোনা গেল এই ওপেনারের কণ্ঠে, ‘আমাকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে, আমি আল্লাহর রহমতে প্রতিটা প্রোগ্রামে টিক দিয়েছি ভালোভাবে। খুব ভালোভাবে আমার প্রগ্রেশনটা হচ্ছে। বিশেষত ১০ তারিখের পর থেকে দশ দিনের মতো সময় আছে, তখন অলমোস্ট ফুল ইন্টেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.