- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
সম্প্রতি রাজধানীতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এক দশকের বেশি সময় পর দলটির কর্মকাণ্ডে আবারো এসেছেন আলচোনায়। তবে সব থেকে মজার কথা হচ্ছে জামায়াতকে সমাবেশ করতে অনুমতি দিয়েছে পুলিশ। এরপর থেকে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরআগে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অপরাধে রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল করা হয়।
রববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে আইনমন্ত্রী জামায়াতে ইসলামীর বিচারের প্রসঙ্গে বলেন, ‘বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায় না হয়, দোষী সাব্যস্ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না।’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে দল হিসেবে বিচার করার জন্য আইন সংশোধন প্রক্রিয়া চলমান। সংশোধনের জন্য যে আইন সেটি কিছুদিনের মধ্যে কেবিনেটে যাবে। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে দল হিসেবে বিচার করার জন্য যথেষ্ট তথ্য-উপাত্ত আছে। বিচার করার পরেই বলা যাবে তারা দোষী কি না।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.