নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে মহান মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অন্যতম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ভোরে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সিদ্দিকির পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে বিদ্যালয়ের সামনে থেকে প্রভাত ফেরী শুরু হয়ে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর প্রদক্ষিন করে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মিলনায়তনে মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হারিছ উদ্দিন ভূইয়ার, মো. মজিবুর রহমান, হাবিবুল্লাহ, সিনিয়র শিক্ষিকা জেবুন্নেছা দীপু, আলফা হাসিনা লাকোটা, শাপলা আক্তার সহ বিদ্যালয়ের সকল ছাত্র -ছাত্রীবৃন্দ।

প্রতিযোগতা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার প্রদান করা হয়।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.