শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

শহীদ দিবস ও আন্তÍর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তহের মো: সামসুজ্জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা শিল্পকলা একাডেমীর কালচালার অফিসার সৈয়দ জারি হোসেন ইমন প্রমুখ। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.