দূর্নীতি খবর প্রকাশ হওয়ায় শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন ইউপি চেয়ারম্যান

সামসুজ্জামান কিশোরগঞ্জ (নীলফামারী) ঃ নীলফামারীর কিশোরগঞ্জ
উপজেলা মাগুড়া ইউনিয়নে চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুর বিরুদ্ধে
ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার সময় প্রতিজনের
কাছে দুইশত টাকা কর্তনের অভিযোগের সংবাদ বিভিন্ন পত্রিকায়
প্রকাশ হলে সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার
চেষ্টা চালাচ্ছেন চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু।
চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুর বিরুদ্ধে ভিজিডি কার্ডধারীরদের
সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার সময় প্রতিজনের কাছে দুইশত টাকা
কর্তনের অভিযোগের সংবাদ ০১ ফেব্রæয়ারী ২০২৩ ইং তারিখে দৈনিক
প্রথম খবরসহ,জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে চেয়ারম্যান এ
দূর্নীতির খবরটির প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনা বিবরন ৩১ জানুয়ারী-২০২৩ তারিখ,মাগুড়া ইউনিয়নে ভিজিডি
কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরতের সময় সুবিধাভুগী ৪নং ওয়ার্ডে
নিলুফা,৩নং ওয়ার্ডে চিনিমাই,রেখা বেগম,শ্যামলী,মনোয়ারা
বেগমসহ অধিকাংশ সুবিধাভুগী জানায় চেয়ারম্যান আখতারুজ্জামান
মিঠু আমাদের নিকট থেকে ২শত টাকা কর্তন করে। তারা আরো জানান
আমরা গরীব মানুষ আমাদের সঞ্চয়ের টাকা থেকে বিনা রশিদে ২শত
টাকা করে কেন কর্তন করেছেন তা জানিনা। এ টাকা কেন কাটলো
আমরা তাহা কর্তৃপক্ষের নিকট জানতে চাই এবং টাকা ফেরত চাই।
এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে ভুক্তভোগীরা জানান। উল্লেখ্য
যে এ ইউনিয়নে প্রায় প্রতিটি কাজে এধরনের দূর্নীতি চলমান
রয়েছেন।
প্রকৃত অর্থে কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করলে এ প্রকৃত প্রমান
মিলবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.