- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম
কুড়িগ্রামের চিলমারীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
রবিবার ( ২৯জানুয়ারী.)পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় ও চিলমারী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের দায়ে চিলমারীর মৌজাখানায় অবস্থিত মেসার্স এস এন ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা হতে দুই লক্ষ (২০০০০০/-) টাকা জরিমানা আদায় করা হয় এবং স্কেভেটর দিয়ে ভাটাটির অবকাঠামো আংশিকভাবে ভেঙে দেয়া হয়। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধের,পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম জানান,মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.