- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
জাতি গঠনে ভূমিকা রাখতে শিশু বিকাশ কিন্ডার গার্ডেন
কুড়িগ্রাম প্রতিনিধি:
যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। উন্নত সমাজ, রাষ্ট্র গঠনের পৃর্বশর্ত শিক্ষা। এই শিক্ষার জন্য দিন- রাত অক্লান্ত পরিশ্রম করে চলছে শিশু বিকাশ কিন্ডার গার্ডেন।
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ছ,মিল সংলগ্ন অবস্থিত একঝাঁক মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত শিশু বিকাশ কিন্ডার গার্ডেন।
গত রবিবার (৮ জানুয়ারী) উক্ত কিন্ডার গার্ডেনের উদ্বোধনী ক্লাস ও বই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাপ উদ্দিন মাষ্টার ও সভাপতির দায়িত্ব পালন করেন আলহাজ্ব মো: সাইদুর রহমান চেয়ারম্যান ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যক্ষ মো: আমিনুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে মো: ফকরুল ইসলাম, হাবিবুর রহমান ও মিজানুর রহমান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.