এসএসসি পরীক্ষায় জিপিএ-৫পেয়েছে শান্ত হাসান

জামালপুর প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন শান্ত হাসান । পোগলদিঘা ইউনিয়ন এর “বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়” জেনারেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এসএসসি পরীক্ষায় দিয়ে এ ফলাফল অর্জন করেন। সে ৫ম শ্রেণিতে মালিপাড়া আদর্শবিদ্যা নিকেতন স্কুল ৪.১ পেয়েছে।

 

শান্ত হাসান এর পিতা জসমত ভূইয়া একজন ব্যাবসায়ী মা মোছাঃ সেলিনা বেগম একজন গৃহিণী। জামালপুর জেলার সরিষাবাডী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মধ্য মালিপাড়া গ্রামে তার বাড়ি।

জেনারেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে জিপিএ-৫ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে শান্ত হাসান বলে, আমি জিপিএ-৫পেয়েছি। আমি এতে খুবই খুশি। বাবা-মা, শিক্ষক সবার সহযোগিতায় আমি ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি।

 

এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি যেন আরও ভালো ফলাফল করে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি সবার কাছে দোয়া চাই। তার পিতা জসমত ভূইয়া বলেন, আমার ছেলে জেনারেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে জিপিএ -৫ পেয়েছে। এতে আমার পরিবারের সবাই আনন্দিত। তবে আমরা কখনও তাকে পড়ালেখা নিয়ে চাপাচাপি করিনি। ছেলে নিজে আগ্রহে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে।

 

শান্ত হাসান ভবিষ্যতে উচ্চশিক্ষায় সু-শিক্ষিত হয়ে মানুষের সেবা করতে আগ্রহী। সে সবার কাছে দোয়া প্রার্থী।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.