সরিষাবাড়িতে ‘জাগ্রত’৭১”র আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প এর উদ্বোধন 

গুলজার হোসেন সরিষাবাড়ি থেকে ঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বহুল আকাঙ্ক্ষিত ব্রীজ, যে ব্রীজটি গত এক বছর আগে বন্যার পানির প্রবল স্রোতের কারণে ভেঙ্গে যায়,সেই ক্ষত ব্রীজের উপরে সরিষাবাড়ি ‘জাগ্রত” ৭১”র আয়োজনে সরিষাবাড়ি উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের তত্ত্বাবধানে, ‘সন্ধানী শেখ হাসিনা মেডিকেল কলেজ মেডিকেল ইউনিট,জামালপুর জেলা শাখা’র অংশগ্রহণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প এর উদ্বোধন।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০ টায় দিনব্যাপী বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম জাগ্রত’৭১’র সভাপতি ও সরিষাবাড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ. কে. এম  আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। বিনামূল্যে মেডিকেল এর কার্যক্রম উদ্বোধন করেন  সরিষাবাড়ি উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল।

বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব- আব্দুস সালাম (জি.এস) চেয়ারম্যান ৭নং কামরাবাদ ইউনিয়ন, সরিষাবাড়ি, মোঃ নূরুল ইসলাম মাস্টার, নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ ৭নং কামরাবাদ ইউনিয়ন শাখা,সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়াসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিনামূল্যে চিকিৎসা নিতে আসা হাজারো নারী পুরুষসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।

মেডিকেল ক্যাম্পে রক্ত পরিক্ষা ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসা সেবা নিতে আসা শিপন মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ, শহরে গিয়ে চিকিৎসা নেয়ার মতো সামর্থ্য আমাদের নেই। এই ধরনের মেডিকেল ক্যাম্প আমাদের মতো অসহায় মানুষের খুব উপকারে আসে। আগামী দিনগুলোতেও যেন এমন চিকিৎসা সেবার আয়োজন করা হয়।’

বিশেষ অতিথি বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক ও সরিষাবাড়ি উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল বলেন, ‘গ্রামের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা দেয়ার এই মহান উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা রক্ষা করার ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরি।’

গ্রামের অসহায় মানুষের মধ্যে ঔষধ বিতরণের জন্য বিশিষ্ট ডাক্তার, সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানিয়েছেন বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজক এবং জাগ্রত’ ৭১র’ সভাপতি এ. কে. এম আশরাফুল ইসলাম বলেন, এভাবে চিকিৎসা সেবা দিতে পারলে এলাকার অনেক মানুষ উপকৃত হবে। তিনি আরো বলেন এই’ মহান উ্দ্যোগের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বঞ্চিত মানুষের আশার পালে হাওয়া দেয়াই হোক সমাজে এগিয়ে আসা মানুষের মূল লক্ষ্য।’

জাগ্রত’৭১’ এর আয়োজনে মেডিকেল ক্যাম্পে  ৭নং কামরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের ২৫/৩০ জন ভলান্টিয়ারের তত্ত্বাবধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের সিরিয়াল ঠিক রাখা থেকে শুরু করে বিভিন্ন সহোযোগিতায় নিয়োজিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.