ভুল বানান, অশুদ্ধ বাক্য আর ভুল তথ্যে ভরা ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার সংবাদ সম্মেলন

ধনবাড়ী প্রতিনিধি
ভুল বানান, অশুদ্ধ বাক্য আর ভুল তথ্যে ভরা ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার সরকারি ব্যানারে , সংবাদ সম্মেলনের ব্যানার দেখে বোঝার উপায় নেই এটা না জানার ভুল নাকি অসাবধানতা। ​সরকারি কাজে বাংলা একাডেমির প্রনিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করতে ২০১২ সালের ৩১ অক্টোবর নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
কিন্তু বানানরীতি মানা তো দূরে থাক, শব্দে অক্ষর ঠিকঠাক মতো বসছে কিনা সেদিকেও নজর নেই ধনবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা । গতকাল মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক দের সাথে মতবিনিময়ের ব্যানারে বানান ভুল দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে দুঃখজনক হলো ওই ব্যানার টিতে সংবাদ সম্মেলন এ-র জায়গায় “সাংবাদ সম্মেলন ” লেখা আছে । এ ভুলের জন্য দুঃখপ্রকাশ করে কোনও বিজ্ঞপ্তিও দেয়নি ধনবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে অনেক নড়াচড়া হয়েছে। আপাতত কোনও কথা বলতে চাই না।’

 

এ ধরনের ভুল অনেকসময় অনিচ্ছাকৃত হলেও ব্যানার ঝোলানোর আগে তা পরীক্ষা করে নেওয়া উচিত বলে মনে করেন বিভিন্ন সংগঠনের নেতারা। এ বিষয়ে ছড়াকার এবং শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতারের ছোট ভাই ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মীর মো,আশরাফ হোসেন বলেন, ভাষার প্রতি অবজ্ঞাই প্রমান করে। যে ভাষা’র জন্য সংগ্রাম করা হয়েছে জীবন দেওয়া হয়েছে সেই ভাষার প্রতি অবজ্ঞা কোন ভাবেই মেনে নেয়া যায়না।

 

‘যারা এসব কাজ করেন তাদের মনোযোগের অভাব এবং অসাবধানতায় এ ভুলগুলো হয়। তবে এটা রীতিমত অন্যায়। আমার মতে ভাষার প্রতি এটা স্পষ্ট অবমাননা। এটা যদি অসাবধানতা হয়ে থাকে তবে ব্যানার টানানোর আগে দেখা উচিৎ ছিল। সংশোধনি ও করা যেত বলে মনে করি। ধনবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার এর কাছে জানতে চাইলে তিনি বলেন এটা আমার ভুল হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.