বুকে কাঁচি ঢুকে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে প্রাচীরের ওপর থেকে পড়ে গিয়ে ধীমান মণ্ডল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 
নিহত ধীমান একই গ্রামের মুদি ব্যবসায়ী বাসুদেব মণ্ডলের দুই পুত্রের মধ্যে ছোট।
 

এ বিষয়ে মারা যাওয়া শিশুর দাদি অর্চনা মণ্ডল জানান, ধীমানের মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ধীমান রান্নাঘরের পার্শ্ববর্তী ৩-৪ ফুট উঁচু সীমানাপ্রাচীরের ওপর বসে খেলছিল। হঠাৎ সে নিচে পড়ে যায়। এ সময় মাটিতে থাকা চুল কাটার কাঁচি শিশুটির ডান বুকে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিলন হোসেন বলেন, কাঁচি বুকে ঢুকে শিশুটির ইন্টারনাল জুবুরি আঠারি (খাদ্যনালিসহ অন্যান্য অংশ) কেটে যাওয়ায় অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.