ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলা খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের স্কুলের অভিভাবকদের না জানিয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠন করায় কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার সকালে খড়িবাড়ী হাজীপাড়া এলাকায় স্কুলের সামনে খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে স্কুলের অভিভাবক ফকরুল ইসলাম, হাসিনুর রহমান, আব্দুর রউফ, আব্দুল করিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এবং কমিটি বাতিলের দাবিতে তারা বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে অভিভাবকরা বলেন, স্কুলের প্রধান শিক্ষক কোন অভিভাবক কে না জানিয়ে নিজের ইচ্ছা মত পকেট কমিটি গঠন করেছে। এর আগেও প্রধান শিক্ষক তার স্বেচ্ছাচারিতায় যা ইচ্ছা তাই করেছে। এবার কমিটি গঠনে কোন অভিভাবক কে জানানো হয় নাই। সেজন্য আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি কমিটি বাতিলের জন্য। আজ আমরা মানববন্ধনের মাধ্যমে দ্রুত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি।

ম্যানেজিং কমিটির সভাপতি দাওদুল ইসলাম বলেন, আইন মতে নিয়ম মেনে আমরা কমিটি গঠন করেছি। কিছু অভিভাবকের এই কমিটি নিয়ে সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

Comments are closed, but trackbacks and pingbacks are open.