ঠাকুরগাঁও পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ  উদ্বোধন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক  গোলাম মোস্তফা’র সমাধী সংরক্ষণ এবং তাঁর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথপুর এলাকায় নবনির্মিত শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিস্তম্ভ “স্মৃতি ৭১” এর উদ্বোধনী ফলক উম্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইব্রাহীম খান, সাবেক পৌর চেয়ারম্যান গোলাম হুসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, অধ্যাপক তৈয়ব আলী, সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদ সন্তান আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী প্রমূখ। এ সময় জাসদের উপজেলা সভাপতি দীপেন রায়, সিপিবি’র  সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সম্পাদক দুলাল সরকার, অর্থ সম্পাদক বুলবুল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

তিন লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। পরে অধ্যাপক গোলাম মোস্তফা’র স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কে শহরের নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। পরে জামালপুর ইক্ষুখামারে গোলাম মোস্তফাসহ ৭ জনকে নির্মাম ভাবে হত্যা করে। ১৯৯৩ সালে ডাকবিভাগ তাঁর স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ করে ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.