সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযুক্ত করতে রিট

বাংলাদেশের সংবিধানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযুক্ত করতে একটি রিট দায়ের করা হয়েছে। এতে কোনো সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন সুলতানা এটি দায়ের করেন।

পরে রিটকারীদের অপর এক আইনজীবী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের বলেন, সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয়ে যথাযথভাবে উল্লেখ নেই।

এ কারণে সংবিধানের কোনো উপযুক্ত স্থানে আলাদাভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযোজন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। আশা করছি শুনানি শেষে আদালত আমাদের পক্ষে আদেশ দেবেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.