- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
মানিকগঞ্জে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে রো রো ফেরি আমানত শাহ তীরে ভিড়ার সময় যানবাহন নিয়ে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে মাঝনদীতে ওই ফেরিটির তলা ফেটে যায় বলে জানা গেছে।
ফেরিটি ডুবে যাওয়ার পর উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস। এদিকে এই ফেরিটিতে আসার কথা ছিল বলে কালের কণ্ঠকে জানিয়েছেন সংগীত পরিচালক রাজন সাহা। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বাতিল করায় প্রাণে বেঁচে গেছেন বলে রাজন সাহা বিষয়টি জানিয়ে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে উল্টে যাওয়া রোরো ফেরি আমানত শাহ উদ্ধারে এখন কাজ চলছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩নটি ইউনিটসহ ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি ডুবে যাওয়া ফেরিতে ট্রাক উদ্ধারর কাছে ব্যবহারিত হচ্ছে উদ্ধার জাহাজ হামজা। এ পর্যন্ত কোনো মানুষকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে, মুন্সিগঞ্জ থেকে প্রত্যয় নামের আরেকটি উদ্ধার জাহাজ সন্ধ্যার দিকে পৌঁছানোর কথা রয়েছে।
রাজন সাহা বুধবার দপুরে কালের কণ্ঠকে বলেন, ‘আমার বন্ধুরা ওই ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল। তাদেরকে বলি আমি আজকে যেতে পারছি না। কারণ আমার বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমি যাচ্ছি না দেখে ওরা আর যায়নি। যদি ওই ফেরিতে আমরা থাকতাম তাহলে নির্ঘাত প্রাণে মরতাম।’
তিনি আরও বলেন, রাজবাড়ি কলেজের একটা অনুষ্ঠানের বিষয়ে মিটিং ছিল। যার কারণে আমাদের ওই সময়ে অতিক্রম করার কথা ছিল ফেরিতে।
ফেসবুকে লিখেছেন, মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে গেলাম, মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায়। আজকে যে ফেরি ডুবে গেলো, সেই ফেরিতে গাড়ি সহ আমার থাকবার কথা ছিল ১০০% ! রাত ২ টায় একটা বিশেষ কারণে সিদ্ধান্ত পরিবর্তন করি আজ রাজবাড়ি যাবনা !
আপনারা আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন।
এদিকে ফেরিতে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীরা কালের কণ্ঠকে বলেন, আজ সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১০টির মতো মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় আমানত শাহ নামের ফেরিটি। মাঝনদীতে গিয়ে হঠাৎ ফেরির তলা ফেটে পানি উঠতে থাকে। এসময় ফেরির মাস্টার দ্রুত ফেরিটিকে পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটে ভেড়ান।
পরে দুটি ট্রাক দ্রুত নামতে সক্ষম হলেও বাকি ট্রাক নিয়ে ফেরিটি মুহূর্তের মধ্যে ডান দিকে উল্টে যায়। ফেরিতে থাকা ট্রাকচালক ও যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে যে যার মতো নেমে যান। তবে সবাই উঠতে সক্ষম হয়েছে কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.