- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
গাজা উপত্যকার একজন ফিলিস্তিনি নারী ফটোসাংবাদিক সম্প্রতি সেখানকার অবরোধ ও সংঘাতপূর্ণ জীবনকে চিত্রিত করে তোলা ছবির জন্য দুটি ইউরোপীয় পুরস্কার জিতেছেন।
জানা গেছে, গাজা উপত্যকার অন্তত পাঁচজন নারী ফটোসাংবাদিক মাঠপর্যায়ে কাজ করছেন। ছবি তোলার ক্ষেত্রে তাদের যে মেধা রয়েছে, সেটা তাদেরকে ইউরোপ এবং সারা বিশ্বের অনেক নারীকে ছাড়িয়ে যেতে সক্ষম করেছে।
২৪ বছর বয়সী ফাতিমা আল-জাহরা শাবাইর সেই পুরস্কার জিতেছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকার একজন নারী ফটোসাংবাদিক হিসেবে আমি আশা করছি, আমার আন্তর্জাতিক পুরস্কারগুলো অবরুদ্ধ ছিটমহলের অন্যান্য নারীদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে উৎসাহিত করবে।
গত ২৯ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল উইমেনস মিডিয়া ফাউন্ডেশন থেকে জার্মান আনজা নাইড্রিংহাউস কারেজ ইন ফটো জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন শাবাইরল। পুরস্কারটি চালুর পর তিনিই সবচেয়ে কম বয়সী হিসেবে এটি পেলেন।
সূত্র: আল-মনিটর।
Comments are closed, but trackbacks and pingbacks are open.