ক্যাসিনো কাণ্ডছালাউদ্দিনকে আত্মসমর্পণের নির্দেশ

ক্যাসিনো মামলার অন্যতম আসামি পলাতক মমিনুল হক সাঈদের অন্যতম সহযোগী ছালাউদ্দিনকে ৩ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (২৫ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চে আগাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, এজাহার মতে সাঈদ কমিশনারের সহযোগী হিসেবে ছালাউদ্দিন চাঁদা উত্তোলন ও ক্যাসিনোর অপরাধ লব্ধ অর্থ এনসিসি ব্যাংকের হিসাব বৈশাখী এন্টারপ্রাইজের জমা করতেন। ছালাউদ্দিন ক্যাসিনোর অপরাধ লব্ধ প্রায় ১০ কোটি ১৫ লাখ ২৫ হাজার টাকা জমা দিয়েছেন। এ ঘটনায় সিআইডির উপ-পরিদর্শক মো. সোহানুর রহমান গত ৩০ মে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় কমিশনার মমিনুল হক সাঈদ, ছালাউদ্দিনসহ মোট আসামি চার জন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.