- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আড়ানী পৌরসভার পলাতক মেয়র মুক্তার আলী। বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে এক শিক্ষককে মারধরের মামলায় করলে রাতে মেয়রের বাড়িতে অভিযান চালায় পুলিশ। মেয়রকে না পাওয়া গেলেও তার বাড়িতে মেলে একটি অবৈধ বিদেশী পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, দেশে তৈরী একটি বন্দুক, একটি এয়ার রাইফেল, শটগানের ২৬ রাউন্ড গুলি, চারটি পিস্তলের ম্যাগজিন, পিস্তলের ১৭ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ গ্রাম গাঁজা, সাত পুরিয়া হেরোইন, ২০ পিস ইয়াবা, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা এবং মেয়রের দুটি সই করা চেক। চেক দুটিতে টাকার পরিমাণ আরও ১৮ লাখ। আটক করা হয় মেয়রের স্ত্রী এবং দুই ভাতিজাকে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.