Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
মধুুপুর (টাংগাইল) প্রতিনিধি
মধুপুর উপজেলার দক্ষিণ লাউফুলা গ্রামে বিরল প্রজাতির বন্য গরু আটক করেছে এলাকাবাসী। ছবি দেখে বোঝা যাচ্ছে প্রাণীটা আসলে পুরুষ প্রজাতির নীলগাই। কিন্তু আবাক করা বিষয় হলো এটা মধুপুরে আসলো কিভাবে! বাংলাদেশ সর্বশেষ নীলগাই দেখা যায় ১৯৪০ সালে পঞ্চগড়ে। তারপর ২০১৯ সালের ১০ জানুয়ারি এবং ২২ ফেব্রুয়ারিতে যথাক্রমে নওগাঁ ও দিনাজপুরে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে দুইটি নীলগাই পাওয়া যায়। ফলে সহজেই ধারণা করা হয় এগুলো ভারত থেকে দল হারিয়ে বাংলাদেশে এসেছে উল্লেখ্য প্রায় পুরো ভারতে নীলগাই পাওয়া যায়।
অনেক বছর আগে ময়মনসিংহের গারো পাহাড় এবং টাংগাইল ও গাজীপুরের বনাঞ্চলে নীলগাই পাওয়া যেত কিন্তু তা অনেক আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তাহলে এই নীলগাই কোথায় থেকে আসলো তা গবেষণার বিষয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.