Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি :
করোনার এই ক্রান্তিকালীন সময়ে কুড়িগ্রামের হরিকেশ, মাঝিপাড়ার মোছাঃ নুরবানু বেগম এর মুদি দোকানে ৫০০০ টাকার মালপত্র কিনে দিয়ে তার পাশে দাড়িয়েছে বেসরকারি সামাজিক সংগঠন “জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থা”।
মঙ্গলবার দুপুরে সংস্থাটির সভাপতি কৃষিবিদ ডঃ শাহনাজ বেগম নাজু সহ অন্যান্য সদস্যরা মাঝিপাড়ার ওই মুদি দোকানে উপস্থিত হয় এসব পণ্য নুর বানুর হাতে তুলে দেন।
ঈদের আগে নুর বানু তার এই ছোট্ট দোকানে এই সহযোগিতা পেয়ে বেজায় খুশি ।
এ ব্যাপারে ডঃ শাহনাজ বেগম নাজুব
বলেন, আগামীতে আমাদের সংগঠন দুস্থ পরিবারের উদ্যোমী মানুষদের এভাবেই সেবা দেয়ার চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ্!
এসময় উপস্থিত ছিলেন জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থার অন্যান্য সদস্যগণ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.