কুড়িগ্রামে হতদরিদ্র মুদি দোকানী নুরবানুর পাশে জোবেদা  বাতিঘর নারী কল্যাণ সংস্থা

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি :
করোনার এই ক্রান্তিকালীন সময়ে কুড়িগ্রামের হরিকেশ, মাঝিপাড়ার মোছাঃ নুরবানু বেগম এর মুদি দোকানে ৫০০০ টাকার মালপত্র কিনে দিয়ে তার পাশে দাড়িয়েছে  বেসরকারি সামাজিক সংগঠন “জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থা”।
মঙ্গলবার  দুপুরে সংস্থাটির সভাপতি  কৃষিবিদ ডঃ শাহনাজ বেগম নাজু সহ অন্যান্য সদস্যরা মাঝিপাড়ার ওই মুদি দোকানে উপস্থিত হয় এসব পণ্য নুর বানুর হাতে তুলে দেন।
ঈদের আগে নুর বানু তার এই ছোট্ট দোকানে এই সহযোগিতা পেয়ে বেজায় খুশি ।
এ ব্যাপারে ডঃ শাহনাজ বেগম নাজুব
বলেন, আগামীতে আমাদের সংগঠন দুস্থ পরিবারের উদ্যোমী মানুষদের এভাবেই সেবা দেয়ার চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ্!
এসময় উপস্থিত ছিলেন জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থার অন্যান্য সদস্যগণ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.