- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
কক্সবাজা প্রতিনিধি
কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। সাগরের জোয়ারের পানিতে রোববার (২ মে) বিকালে মৃত অবস্থায় তিমিটিকে ভাসতে দেখে স্থানীয়রা। এ নিয়ে এক মাসে কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে তিনটি মৃত তিমি ভেসে এলো।
এর আগে গত ৯ ও ১০ এপ্রিল কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে মৃত অবস্থায় ভেসে এসেছিল আরোও দুটি বড় আকারের তিমি। প্রশাসনের লোকজন সৈকতে বালি চাপা দিয়ে ওই তিমি দুটির মরদেহ পুঁতে ফেলে।
খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি জানান, তিমিটির লেজের দিকের অংশটি বিচ্ছিন্ন। ধারনা করা হচ্ছে এটি অন্তত এক মাস আগে মারা গিয়ে থাকতে পারে। মৃত তিমির দূগন্ধে পরিবেশ ভারী হয়ে এসেছে। তিমিটি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.