পার্লার কর্মীকে দিযে অসামাজিক কাজ করাতেন গাজীপুরের মহিলা কাউন্সিলার

মোঃ শফিকুল ইসলাম

গাজীপুরে বিউটি পার্ল্লারের এক কর্মীকে দিয়ে জোর করে যৌন কাজ করানোর অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের এক সংরক্ষিত কাউন্সিলরের বিরুদ্ধে।

রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী কিশোরী জানান, মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়।

অভিযোগ রয়েছে, ওই কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলেন। এ ঘটনার মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাসন থানায় রোজী, নুরুল হকের নাম উল্লেখসহ আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী। অভিযুক্ত রোকসানা আহমেদ রোজী গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

এ বিষয়ে ফোনে রোকসানা আহমেদ রোজীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে ফোন কেটে দেন।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে বাসন মেট্রোপলিটন পুলিশের অফিসার ইনচার্জ বলছেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভুক্তভোগী কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নেত্রকোনার এই কিশোরীর গাজীপুরে কোন আত্মীয় স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.