আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফুলবাড়ীতে মৎস্য বিল দখলের চেষ্টা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

ফুলবাড়ির বড় ভিটায় মৎস্য চাষীর পুকুর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দখলের পায়তারা করার চেষ্টায় বাধা দেয়ায় প্রতিপক্ষ গ্রুপ মৎস্যজীবী সহ তার স্ত্রী, ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারপিট করে গুরুতর আহত করেছেন অভিযোগ সূত্রে জানা যায় , ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ( কালির পাঠ) গ্রামের আবদুল হামিদের পত্র রেজাউল করিম পৈত্রিক সম্পত্তি সূত্রে তার পুকুরে মাছ চাষ করে আসছে এবং মাছ চাষের উপর অনেক সময় তার জীবিকা নির্বাহ করতে হয়। এ অবস্থায় প্রতিপক্ষ ওয়াসিম গং বাঁচেন বসুনিয়ার ইশারায় পূর্ব পরিকল্পিতভাবে ৯ ফেব্রুয়ারি বিকেলে ওয়াসিম ,আলতাফ মিয়া এরশাদ সহ ৮/৯ জন রেজাউলের পুকুরের পাশে ছাপরা তোলা সহ তার বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে মারধর শুরু করে। এ ঘটনায় রেজাউল তার স্ত্রী লাকি ও রেজাউলের ছোট ভাই তার স্ত্রী লাভলী বেগম গুরুতর জখম সহ আহত হন। পরে রেজাউলের পক্ষে 999 ফোন করলে পুলিশ ঘটনাস্থল আসে । পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম গং গা ঢাকা দেন । বর্তমানে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রেজাউল তার স্ত্রী লাকি বেগম, রেসকে দেওয়ান, তার স্ত্রী লাভলী বেগম চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রেজাউল বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন

Comments are closed, but trackbacks and pingbacks are open.