- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
এস.এম আব্দুর রাজ্জাক
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে মডেল থানার এসআই মো.সাইফুল ইসলাম ও কনস্টেবল মো. সাইফুলকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে তাদের থানা থেকে প্রত্যাহার করে এসপি অফিসে সংযুক্ত করেন।
জানা যায়, গত রবিবার জামালপুর এলাকার জাফর নামে এক গাড়ী ব্যবসায়ী গাড়ী ক্রয় করতে সীতাকুণ্ড এলাকায় আসেন। কিন্তু গাড়ী বিক্রেতার সাথে ক্রেতা জাফরের সাথে গাড়ী বিক্রয় হয়ে না উঠায় উনি ঢাকার দিকে চলে যাওয়ার জন্য পৌরসদর বাস স্ট্যান্ড যায়। সেখানে পুলিশের সোর্স মারফতে গাড়ী ক্রেতা ব্যবসায়ী জাফরকে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মো. সাইফুল ইয়াবা আছে বলে দেহ তল্লাশি করে। দেহ তল্লাশিকালে কোন রকম ইয়াবা না পেয়ে ইয়াবা আছে বলে ফাঁসানোর চেষ্ঠা করেন এবং ব্যবসায়ীর সাথে থাকা টাকা-পয়সা ও মূল্যাবান জিনিসপত্র নিয়ে ফেলেন। পরে ব্যবসায়ী বিষয়টি চট্টগ্রাম জেলা এসপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি এসপি অফিস সীতাকুণ্ড থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমকে তদন্ত করে দ্রুত সময়ে রিপোর্ট পেশ করতে বলেন। তদন্ত রিপোর্টে অভিযুক্ত দুই পুলিশের অভিযোগ প্রমাণিত হয়। এরপর অভিযুক্তকে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন ব্যবসায়ী জাফর। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত দুইজনকে প্রত্যাহার করেন।
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা ও ওসি তদন্ত সুমন বনিক ফোন রিসিভ না করে নি।
অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল আশরাফূল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মো. সাইফুল অভিযুক্ত প্রমাণিত হওয়ায় দুইজনকে আমরা মামলা পরবর্তী প্রত্যাহার করেছি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.