ভূমি অফিসে দালালি করায় ৭ দিনের জেল!

হারুন অর রশিদ ,পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় এক ব্যাক্তিকে সাত দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ওই ব্যাক্তি হল আব্দুর রশিদ (৪৬)। তার বাড়ি তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামে। সে ওই গ্রামের কাইমদ্দীনের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আব্দুর রশিদ তেঁতুলিয়া উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই দালালি করে আসছিলেন। অফিসে কাজ করিয়ে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছে টাকা পয়সা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি সিসি ক্যামেরার মাধ্যমে ওই ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তি আবারো ভূমি অফিসে গিয়ে সরকারি কাজ কর্মে ব্যাঘাত ঘটান। এ সময় অফিসের লোকজন তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক বলেন, ভূমি অফিসে দালালদের দৌরাত্ম বন্ধ করার জন্যই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলার যে কোন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। সেই সাথে আমরা সেবা গ্রহণকারীদেরকেও দালালদের সঙ্গ এড়িয়ে চলার অনুরোধ করছি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.