শীতে করোনা ভাইরাসের ঝুকি থাকলেও সরকারি বাধা না মেনে দেদারছে চলছে কিশোরগঞ্জ উপজেলার মানুষ

সামসুজ্জামান সুমন রংপুর ॥ সারাদেশে লকডাউন খোলার পর থেকে সরকারি কোন বাধা নিষেধ মানছেনা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মানুষ। বর্তমানে শীতে করোনা ঝুকি থাকলেও সারকারি আইন না মেনে দেদারছে মাস্ক ছাড়া চলাফেরা করছে উপজেলার মানুষ। প্রতিনিয়ত চলছে ঢোল ঢাকসহ নানা ধরনের সামাজিক অনুষ্ঠান। ৯টি ইউনিয়ন কিশোরগঞ্জ সদর,মাগুড়া, গাড়াগ্রাম, চাঁদখানা, পুটিমারী, নিতাই, বাহাগিলি, রনচন্ডী ও বড়ভিটা ইউনিয়নের মানুষ শীতে করোনা ভাইরাসের ঝুকি বেশী থাকলেও তা মানছেনা তারা। গ্রামগঞ্জের হোটেল রেস্তোরায়,পাবলিক প্লেস,স্কুল মাঠে খেলাধুলা, এমন কি গণ পরিবহনসহ সকল স্থানে মাস্ক ছাড়া দেদারছে চলাফেরা করছে নারী পুরুষ শিশু সহ সাধারন মানুষ। অথচ ইদানিং সংবাদ মাধ্যম গুলোতে লক্ষ্য করা যাচ্ছে বিভাগীয় ও জেলা শহর গুলোতে মুখে মাস্ক না পড়ে চলা-ফেরার অপরাধে ভ্রাম্যমান টিম বসিয়ে তাদের জরিমানা করছে। উল্লেখ্য যে, বিভাগীয় ও জেলা শহর গুলোর পাশা পাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাস্ক পড়ার বিষয়টি প্রশাসনের নজরদারীতে নিয়ে আসা। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত অব্যহত রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.