ডিএনসিসিতে বেওয়ারিশ কুকুরের কোনও ক্ষতি হবে না: আতিক

এস.এম আব্দুর রাজ্জাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় যেসব বেওয়ারিশ কুকুর আছে সেগুলোর কোনও ক্ষতি হবে না। কুকুরদের প্রতিষেধকের মাধ্যমে রোগমুক্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) ‘জনতার মুখোমুখি নগর সেবক’ শীর্ষক এক ফেসবুক লাইভে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফেসবুক লাইভে নগরবাসীদের পক্ষে পাঠানো এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, আমাদের এলাকার কোনও কুকুরের ক্ষতি হবে না। কুকুর নিধন করা হবে না, মারা হবে না। এমনকী স্থানান্তরও করা হবে না। এগুলোকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।

তিনি বলেন, গত শীতকালের চেয়ে এই শীতকালে কিউলেক্স মশার প্রকোপ কম। খাল, লেক এগুলো আমরা পরিষ্কার করেছি। অথচ এগুলো আমাদের পরিষ্কার করা দায়িত্ব না। তবে কার কী দায়িত্ব আমরা সেদিকে দেখিনি। আমরাই পরিষ্কার করে ফেলেছি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.